• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

‘শেখ হাসিনার নিজেকে সর্বশক্তিমান দাবি করাটাই বাকি ছিল’


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ২৫, ২০২৪, ০৩:৩১ পিএম
‘শেখ হাসিনার নিজেকে সর্বশক্তিমান দাবি করাটাই বাকি ছিল’

ফাইল ছবি

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মো. সারজিস আলম। তিনি বলেছেন, ‘কেউ কল্পনাও করতে পারে নাই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবেন। তার পালিয়ে যাওয়ার থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। তিনি যাওয়ার সময় নেতাকর্মীদের নিয়েও যেতে পারেন নাই।’ 

এসময় সারজিস বলেন, ‘শেখ হাসিনার শাষন আমলে নিজেকে সর্বশক্তিমান দাবি করাটাই বাকি ছিল। এছাড়া সবকিছুই দেশে হয়েছে।’

শুক্রবার (২৫ অক্টোর) দুপুরে মাদারীপুর পৌরসভার হলরুমে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মো. সারজিস আলম।

সারজিস আলম বলেন, ‘গত ৫ আগস্টের পর গিরগিটির মত ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। তাদের আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজকে খেয়ে ফেলবে। দেশের অনেকে জেলায় এমনটা হচ্ছে।’

তিনি বলেন, ‘১৬ বছরের অত্যাচার ১৬ মাসেও শেষ হবে না। শেখ হাসিনার সরকার যে অপকর্ম করেছে, ছাত্রজনতার অভ্যুত্থানে সেই জায়গাটা ভেঙে গেছে। এই সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। এ জন্য সবাইকে এক থাকতে হবে। মনে রাখতে হবে, ১৬ বছরের রেডি করা সেটআপ, অল্পকিছু মাথা পালাইছে, তাদের আসতে বেশি সময় লাগবে না।’

তিনি হুঁশিয়ারি করে বলেন, ‘ছাত্রদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করেন কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন, তাদেরকে বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলনে অংশ নেয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না। সবাই একত্রে থাকবেন। তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে।’
 
সারজিস আলম আরো বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্ম শব্দটা ভবিষ্যতে কোন পলিটিক্যাল প্লাটফর্ম হবে না-এটা শতভাগ নিশ্চিত। কিন্তু এই প্লাটফর্মের যে মানুষগুলো তারা যদি ভবিষ্যতে রাজনীতি করতে চায়, অন্য কোন নামে, অন্য কোন ব্যানারে, নতুন করে কিছু একটা তৈরি করে, সেটা তো অবশ্যই রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক অধিকার তাদের আছে। এই মুহূর্তে বাংলাদেশে অভ্যুত্থান, প্রাথমিকভাবে জাস্ট একটা সফলতা আসলো। এটার বিরুদ্ধে চক্রান্ত ডে-বাই-ডে বারতেছে।’

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাসহ মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আইএ

Wordbridge School
Link copied!