• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

ঊর্ধ্বতন ৯ কারা কর্মকর্তার বদলি-পদোন্নতি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩০, ২০২৪, ১০:৩৭ এএম
ঊর্ধ্বতন ৯ কারা কর্মকর্তার বদলি-পদোন্নতি

ঢাকা : কারা বিভাগে ফের বড় রদবদল হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র তত্ত্বাবধায়ক পদে বদলি-পদোন্নতির সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে সাক্ষর করেন উপসচিব তাহনিমা রহমান চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. আমিরুল ইসলামকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে, মো. মঞ্জুর হোসেনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে, মোহাম্মদ আব্দুল্লাহ-আল মামুনকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে, সুরাইয়া আক্তারকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, মোছা. নাহিদা পারভীনকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়, সুব্রত কুমার বালাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে প্রেষণে কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে, যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার (ভারপ্রাপ্ত) নুরশেদ আহমেদ ভূঁইয়াকে একই কারাগারে, ফেনী জেলা কারাগারের জেল সুপার মো. ইকবাল হোসেনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এবং গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আল মামুনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র তত্ত্বাবধায়ক করা হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!