• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

সাবেক এমপি বদির ম্যানেজার গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ১, ২০২৪, ০২:৫৭ পিএম
সাবেক এমপি বদির ম্যানেজার গ্রেপ্তার

ঢাকা: কক্সবাজারের উখিয়া-টেকনাফের সমালোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ওরফে ‘ইয়াবা বদি’র ম্যানেজার ও টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফরকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানী ঢাকার পূর্ব বাসাবো এলাকায় যৌথ অভিযান চালিতে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ ও র‍্যাব-১৫ এর অভিযানিক দল।

গ্রেপ্তার জাফরকে ঢাকা থেকে কক্সবাজার নেওয়া হচ্ছে বলে জানান মো. কামরুজ্জামান।

আইএ

Wordbridge School
Link copied!