• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বিদেশে বাংলাদেশ মিশনের গুরুত্বপূর্ণ পদে আসছে পরিবর্তন


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ২, ২০২৪, ০৯:৪৯ পিএম
বিদেশে বাংলাদেশ মিশনের গুরুত্বপূর্ণ পদে আসছে পরিবর্তন

ঢাকা: বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে কিছু গুরুত্বপূর্ণ পদে পেশাদার কূটনীতিকের দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে কিছু কূটনীতিকের মিশন পরিবর্তন হচ্ছে। একইসঙ্গে কিছু কূটনীতিককে ঢাকায় ফেরানো এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিশনে নতুন দায়িত্বে পাঠানো হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি মুহাম্মদ সাকিব সাদাকাতকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন করাচির ডেপুটি হাইকমিশনার করার সিদ্ধান্ত হয়েছে।

ভারতস্থ বাংলাদেশ উপ-হাই কমিশন, চেন্নাইয়ের উপ-হাইকমিশনার শেলী সালেহীন বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামে (যুক্তরাজ্য) সহকারী হাইকমিশনারের দায়িত্ব পাচ্ছেন। অন্যদিকে, বার্মিংহামের সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামান যাবেন চেন্নাইয়ে উপ-হাইকমিশনার হয়ে।

এছাড়া, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মুহাম্মদ মিজানুর রহমানকে ইস্তাম্বুল বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল করা হ‌চ্ছে।

বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কলকাতায় বর্তমানে মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি সিকদার মোহাম্মদ আশরাফুর রহমানকে সদর দপ্তর ঢাকায় ফেরানো হচ্ছে। এছাড়া বাংলাদেশ দূতাবাস মাস্কাটের মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি মৌসুমী রহমানকেও ঢাকায় ফেরানো হচ্ছে।

বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক সামিয়া ইসরাত রনি এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্‌-আল-মামুনকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর করে পাঠাচ্ছে সরকার।

আইএ

Wordbridge School
Link copied!