• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রধান উপদেষ্টার প্রেস উইং

সেন্টমার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩, ২০২৪, ১০:২৪ এএম
সেন্টমার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে

ঢাকা : অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন লিজ দিচ্ছে এমন একটি তথ্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও কোনো দেশের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার পরিকল্পনা নেই সরকারের।

শনিবার (২ নভেম্বর) এই গুজবের বিষয়ে পোস্ট করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।

এক পোস্টে প্রেস উইং জানায়, ফেসবুকে সেনাবাহিনীর একটি চুক্তির ছবি শেয়ার করে সুশান্ত দাস গুপ্ত নামের এক ব্যক্তির সেন্টমার্টিন নিয়ে এক পোস্টে বলা হয়েছে, ডিল ডান, সেন্ট মার্টিন গন?

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ জানিয়েছে, মূলত বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস কয়েক বছর ধরে চলছে। এর সপ্তম আসর গত বছরের (২০২৩ সাল) ১৪ থেকে ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর্ট শ্যাফটারে অনুষ্ঠিত হয়েছিল।

এই টকসের সঙ্গে সেন্টমার্টিনকে জড়িয়ে কোনো ধরনের পোস্ট নিছক গুজব। অন্তর্বর্তী সরকার অনেকবার জানিয়েছে যে সেন্টমার্টিন কোনো বিদেশি দেশের কাছে কোনো উদ্দেশ্যে লিজ দেওয়ার পরিকল্পনা তাদের নেই।

এমটিআই

Wordbridge School
Link copied!