• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

উড্ডয়নের ২৫ মিনিট আগে শাহজালালে ভেঙে পড়ল উড়োজাহাজের দরজা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০২৪, ১২:৪৩ পিএম
উড্ডয়নের ২৫ মিনিট আগে শাহজালালে ভেঙে পড়ল উড়োজাহাজের দরজা

ঢাকা: ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে গেছে।  মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ২টা ২০ মিনিটে বোর্ডিং প্লেনটির ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে এই ঘটনা ঘটেছে। রাত ৩টায় ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল বোয়িং ৭৭৭-৩০০ মডেলের প্লেনটির।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র জানায়, কুয়েত এয়ারওয়েজের কেইউ- ২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই বিমানটির দরজা ভেঙে যায়। দরজা ভেঙে পড়ার সময় প্লেনটির ভেতরে শুধুমাত্র পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। সেই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ।

জানা গেছে, সাধারণত প্লেনে যখন যাত্রী বা লোড থাকে প্লেনের অবস্থান কিছুটা নিচের দিকে চেপে থাকে। যাত্রী নামার পর প্লেনের লোড কমে গেলে প্লেন কিছুটা ওপরে উঠে যায়। এই ফ্লাইটের যাত্রী নেমে যাওয়ার পর প্লেন কিছুটা ওপরের দিকে ওঠে তবে বোর্ডিং ব্রিজ নিচেই ছিল, ফলে ব্রিজের সঙ্গে লেগে প্লেনের দরজা পুরোপুরি ভেঙে যায়। সাধারণ প্লেনের সঙ্গে বোর্ডিং ব্রিজের একটি ফাঁকা থাকতে হয়। এই প্লেনের সঙ্গে বোর্ডিং ব্রিজ লাগানো ছিল, মাঝে কোনো ফাঁকা ছিল না।

কুয়েত এয়ারওয়েজ সূত্র জানায়, দরজা ভেঙে যাওয়ার কারণে কুয়েতগামী যাত্রীরা বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জে অবস্থান করছেন। বিমানবন্দর থেকে তাদের হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এ ছাড়াও যাদের কুয়েত থেকে কানেকটিং ফ্লাইট ছিল তাদের বিনা মূল্যে স্ব স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এসএস

Wordbridge School
Link copied!