• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ট্রাম্প জিতলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক কিছুটা ধীরগতির হতে পারে


নিউজ ডেস্ক নভেম্বর ৬, ২০২৪, ০৩:১৮ পিএম
ট্রাম্প জিতলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক কিছুটা ধীরগতির হতে পারে

ঢাকা: যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টি—যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আসবে না। তবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কিছুটা ‘ধীরগতি’ আসতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ।

নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। ইতোমধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন ট্রাম্প। তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ট্রাম্প জিতলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কে কেমন প্রভাব পড়বে, এমন প্রশ্নে সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। যদিও ডেমোক্রেটিক দলের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক একটু বেশি গভীর। সেজন্য ট্রাম্প নির্বাচনে জিতলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিছুটা ধীরগতির হতে পারে। তবে বড় ধরনের তারতম্য ঘটবে না।

এ নির্বাচনের পর ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে মুন্সী ফয়েজ আহমেদ বলেন, নির্বাচনের পর যে দলই জিতুক ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কট নিরসনে খুব একটা ভূমিকা রাখবে বলে আশা করা যায় না। কেননা ইসরায়েল নীতিতে দুই দলের অবস্থান প্রায় একই।

আইএ

Wordbridge School
Link copied!