Menu
ঢাকা: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদে এ সম্পর্কের গভীরতা বেড়েছিল। আমি ভবিষ্যতে আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অংশীদারিত্বের নতুন উপায় অন্বেষণের মাধ্যমে আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের কাজের সম্ভাবনাগুলো অফুরন্ত থাকবে।
অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সরকার এবং শান্তিপ্রিয় জনগণ শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির সাধনায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার প্রচেষ্টায় অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য উন্মুখ থাকবে।
‘এই গুরুত্বপূর্ণ যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে আপনার সাফল্যের জন্য আমার শুভেচ্ছা গ্রহণ করুন।’
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT