• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হলেন মোখতার আহমেদ


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ৯, ২০২৪, ০৬:৫২ পিএম
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হলেন মোখতার আহমেদ

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোখতার আহমেদকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  

বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তাকে নিয়োগ দিয়ে শনিবার (৯ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হিসেবে বদলির আদেশাধীন কাজী আনোয়ার হোসেনের নিয়োগের অংশ বাতিল করা হয়েছে। গত ৩০ অক্টোবর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সদস্য কাজী আনোয়ার হোসেনকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছিল।

আইএ  

Wordbridge School
Link copied!