ঢাকা : আজ ঐতিহাসিক ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস।
১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন।
বুকে ও পিঠে-স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে সেদিন রাজপথে আন্দোলনে অংশ নেন নূর হোসেন। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ গুলি চালালে মৃত্যু হয় তাঁর। এই আত্মদানের পর আরও বেগবান হয় এরশাদবিরোধী আন্দোলন। প্রবল গণআন্দোলনের মুখে ১৯৯০ সালে ৬ ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট এরশাদ।
দিবসটি উপলক্ষে রোববার (১০ নভেম্বর) সকাল থেকে রাজধানীর জিরো পয়েন্টে শহিদ নূর হোসেন স্কয়ারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চলছে শ্রদ্ধা নিবেদন। সকালে শ্রদ্ধা জানান শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরাও।
ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার আওয়ামী লীগ সেভাবে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করছে না। তবে দিবসটি উপলক্ষে দুপুরে গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি।
তবে এই কর্মসূচিকে প্রতিহত করতে পাল্টা কর্মসূচির ঘোষণাও দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যার কারণে রাজধানীর জিরো পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী।
এমটিআই
আপনার মতামত লিখুন :