• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

আরও ১১৮ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২৪, ০৮:৪৩ এএম
আরও ১১৮ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

ঢাকা: আরও ১১৮ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। গত ৭ নভেম্বর এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। যাদের কার্ড বাতিল হয়েছে তাদের মধ্যে পত্রিকার সম্পাদক ও বিভিন্ন পত্রিকার রিপোর্টারদের নাম রয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) অধিদপ্তর থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নিজামূল কবীর।

এতে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে এসব সাংবাদিক ও ব্যক্তিদের অনুকূলে তথ্য অধিদপ্তর থেকে এর আগে ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো।

এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। পরে ৩ নভেম্বর আরও ২৯ জনের কার্ড বাতিল করে সরকার।

এম

Wordbridge School
Link copied!