• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নির্বাচন খুব দ্রুত নয়, আবার দেরিতেও না: রিজওয়ানা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২৪, ০২:০৮ পিএম
নির্বাচন খুব দ্রুত নয়, আবার দেরিতেও না: রিজওয়ানা

ঢাকা: বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে সেটাই স্বাভাবিক। একই সঙ্গে তারা সংস্কারের দাবিকেও অস্বীকার করছে না। তারা দ্রুত নির্বাচন চায়। কিন্তু সেটি খুব দ্রুত সম্ভব নয়। আবার দেরিও হচ্ছে না।

সোমবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় উপদেষ্টা বলেন, সরকারের প্রত্যাশা- রাজনৈতিক দলগুলো সংস্কারের দাবির প্রতি সম্মান রাখবে। 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হলো কেন, এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, কৌশলগত কারণে তাকে উপদেষ্টার পদমর্যাদা দেওয়া হয়েছে।

এদিকে একই দিন প্রথম কর্ম দিবসে নয়া খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের বলেন, আমরা সঠিক পথে চলছি। আশা করছি মন্ত্রণালয়ের গতি বাড়বে। তার আশা, নভেম্বরে কোনো দুর্যোগ না হলে আমনের ফলন ভালো হবে।

তিনি জানান, চালের ক্ষেত্রে আমরা বেসরকারি খাতকে ফ‍্যাসিলিটেট করছি। সরকারিভাবেও আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে। তা শিপমেন্টের পর্যায়ে আছে।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়া, ডায়ালগ চলছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো যা-ই  বলুক না কেন, সরকার চাপহীনভাবে তার কাজ করছে। 

এসএস

Wordbridge School
Link copied!