• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

‘নতুন উপদেষ্টাদের কার্যক্রম দেখে জনগনই তাদের বিচার করবে’


টাঙ্গাইল প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৪, ০৭:১৬ পিএম
‘নতুন উপদেষ্টাদের কার্যক্রম দেখে জনগনই তাদের বিচার করবে’

টাঙ্গাইল: উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আমরা চেষ্টা করেছি যারা দীর্ঘ লড়াইয়ে আমাদের সাথে এবং পক্ষে ছিলেন তাদের নিয়ে সরকার গঠন করতে। আমাদের কাছে অনেকগুলো প্র্যাকটিক্যলিটি ছিলো। যার বেশির ভাগই আমরা পূরণ করতে পেরেছি। আর জনগনই নতুন উপদেষ্টাদের বিচার করবে তাদের কার্যক্রম দেখে। কিন্তু জনগনের যদি কোন অনাগ্রহ থাকে আমরা সেটি ক্ষতিয়ে দেখবো। তবে আমরা মনে করি যে যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা জনগনের আকাঙ্খার পক্ষেই থাকবেন। তারপরও যদি জনগনের কোন অসন্তোষ বা অসংকোচ থাকে তাহলে তাদের কাজের মাধ্যমেই প্রমান হবে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের জনগনের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা মনোনীত সরকার। আমরা জনগনের প্রতিনিধিত্ব করছি। জনগণের পক্ষে এবং দীর্ঘ লড়াইয়ের স্বপক্ষে আছেন তাদের নিয়েই আমরা সরকার গঠনের পরিকল্পনা এবং সেইভাবেই সরকার পরিচালিত হচ্ছে।

এসএস

Wordbridge School
Link copied!