• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

‘জনগণ-আমলাদের দূরত্ব কমাতে কাজ করছে সরকার’


টাঙ্গাইল প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৪, ০৭:৩৩ পিএম
‘জনগণ-আমলাদের দূরত্ব কমাতে কাজ করছে সরকার’

টাঙ্গাইল: সরকারি কর্মকর্তাদের উল্লেখ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমলাতন্ত্রটা জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলতো। আমরা মনে করি, তারা জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন। সেই সেবাটা যেন জনগণ দেন। পভুত্বমূলক জায়গায় না থেকে জনগণের সাথে দূরত্ব কমিয়ে আনতে হবে। 

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, তথ্যের ঘাটতি এবং কর্মকর্তাদের যে পাওয়া যায় না এই বিষয় নিয়ে আমরা কাজ করবো। এজন্য তারা যেন জনগনের পাশে থেকে কাঙ্খিত সেবাটা দেন। কোন প্রভুত্বমূলক জায়গায় না থেকে, দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং জনগনের। সামনে যেন এই দূরত্বটা কমে আসে এই অভিযোগগুলো যাতে না থাকে তথ্যের ঘাটতি কিংবা তাকে পাওয়া যায় না এই অভিযোগ সামনের দিনে না থাকে সেজন্য আমরা কাজ করবো।

শিক্ষার্থী ও যুবকরা যাতে পড়াশোনার পাশাপাশি খেলায় ফিরতে পারে, সেই বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, দেশে যে সকল স্টেডিয়াম রয়েছে তা অনেকগুলো সংস্কার করা প্রয়োজন। সেই স্টেডিয়ামগুলো সংস্কার করে ব্যবহার যোগ্য হিসেবে গড়ে তোলা হবে।

আসিফ মাহমুদ বলেন, বিসিবি আমাদের তালিকা দিয়েছে, সারা দেশের নয়টি স্টেডিয়াম যে গুলোতে আন্তর্জাতিক খেলা কখনও কখনও হতো। কয়েকটা আছে ২৬ বছর আগে আন্তর্জাতিক খেলা হয়েছে। সেগুলোকে ব্যবহার যোগ হিসেবে গড়ে তোলা হবে। বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলো পুর্নঃগঠন চলছে। তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, তারা যেন প্রান্তিক পর্যায়ে খেলাধুলাকে পৌছে দেয়। আগের মতো যেন খেলাধুলা চলে, তরুণ ও যুবকরা যাতে অংশগ্রহণ করতে পারে সেটিও নিশ্চিত করা হবে।

মওলানা ভাসানী পাঠ চক্রের আয়োজনে জাতীয় নাগরিক কমিটি টাঙ্গাইল জেলা শাখার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরআগে দুই উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ভাসানীর মাজার জিয়ারত করেন। পরে ভাসানীর গড়া বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আলোচনা সভায় যোগ দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি, ভাবুক ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার।

এসময় আরও উপস্থিত ছিলেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মো: আনোয়ারুল আলম আখন্দ, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস

Wordbridge School
Link copied!