• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশে উন্মুক্ত সংলাপ আয়োজনের আহ্বান জাতিসংঘের


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০২৪, ০৫:১১ পিএম
বাংলাদেশে উন্মুক্ত সংলাপ আয়োজনের আহ্বান জাতিসংঘের

ঢাকা: বাংলাদেশে উন্মুক্ত সংলাপ ও সবার মতামতের ভিত্তিতে (অন্তর্ভুক্তিমূলক) সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অফিস (ওএইচসিএইচআর) বাংলাদেশে তদন্ত পরিচালনার পর রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ২১টি সুপারিশ করেছে।

সুপারিশে অন্তর্বর্তী সরকারের কাছে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা সমাধানে উন্মুক্ত সংলাপ আয়োজনের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছে ওএইচসিএইচআর। ‘বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার প্রাথমিক বিশ্লেষণ’ শীর্ষক প্রতিবেদনে সম্প্রতি সুপারিশগুলো প্রকাশ করা হয়েছে৷

প্রতিবেদনে গত ৬ আগস্ট থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন এবং এ সংক্রান্ত উদ্বেগ নিয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। এই প্রতিবেদন তৈরিতে একাধিক উন্মুক্ত উত্স ও নির্ভরযোগ্য তথ্য সংকলনের সহায়তা নিয়েছে তদন্ত দল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ‘অন্তর্বর্তীকালীন’ সুপারিশগুলো দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য করা হয়েছে। তবে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফেরাতে ব্যাপক আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন।

এআর

Wordbridge School
Link copied!