• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে


বরিশাল প্রতিনিধি নভেম্বর ১৪, ২০২৪, ০৭:১১ পিএম
ভারতের মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে

বরিশাল: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত আমাদের নিয়ে মিথ্যাচার করছে। এই ব্যাপারে আমাদের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকতে হবে। ভারতের মত কোন মিথ্যা রির্পোট দিবেন না, এটা আপনাদের প্রতি আমরার অনুরোধ রইলো।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের গ্রাটিটিউড হলে বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্য অন্য এলাকার থেকে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আনেক ভালো। আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করা হবে। জনবান্ধবের জন্য আমাদের কি কি চেষ্টা সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করা যায় কি ভাবে তা নিয়েও আলোচনা করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে কিন্তু পুলিশ বাদী হয়ে অনেকগুলো আসামি দিতো। এখন কিন্তু পুলিশ বাদী হয়ে মামলা করে না। এখন বাদী হয়ে অনেকগুলো আসামি করে মামলা করেন সাধারণ মানুষ।

বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ ময়নুল ইসলাম, বাংলাদেশের বর্ডার গার্ডের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার, ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

এসএস

Wordbridge School
Link copied!