• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

উত্তরাঞ্চলে তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে, ঘন কুয়াশায় ফ্লাইট অবতরণে দেরি


নীলফামারী প্রতিনিধি নভেম্বর ১৫, ২০২৪, ০৬:১৫ পিএম
উত্তরাঞ্চলে তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে, ঘন কুয়াশায় ফ্লাইট অবতরণে দেরি

নীলফামারী : উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আট জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে শুরু করেছে। আবহাওয়া অফিসের সূত্র মতে, আগামী দুই সপ্তাহের মধ্যে উল্টরাঞ্চলের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা নামার ফলে সকালের ঘন কুয়াশা দেখা দিচ্ছে। শুক্রবার (১৫ নভেম্বর) ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় ঢাকা—সৈয়দপুর—ঢাকা আকাশ পথে দুটি বিমান চলাচলে সিডিউল বিপর্যয় ঘটে। তবে সকাল সাড়ে ১১টার পর বিমান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ও কক্সবাজার আকাশ পথে সৈয়দপুর বিমানবন্দর হতে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৬টি ফ্লাইট নিয়মিত চলাচল করে। এর মধ্যে দুপুর ১২টার আগে ৩টি ফ্লাইট রয়েছে। বাকিগুলো দুপুর থেকে রাত সারে ৯টা পর্যন্ত চলাচল করে থাকে। এর আগে গত ১৩ অক্টোবর ঘন কুয়াশার কারণে ২টি ফ্লাইট অবতরণে দেরি হয়েছিল।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ৫ দিনে রংপুর অঞ্চলে গড়ে ৫ ডিগ্রি সেলসিাস তাপমাত্রা কমেছে। শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্র তথা উত্তরাঞ্চলের পঞ্চগড়ের তেঁতুলিয়া ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এখানে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসয়িাস। এরপরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর তিস্তা নদী বিধৌত ডিমলায় ১৮ ডিগ্রি সেলসিয়ান, কুড়িগ্রামের রাজারহাটে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ছিল ১৮ দশমিক ৫,দিনাজপুরে ১৮ দশমিক ৮ ডিগ্রি এবং বিভাগীয় শহর রংপুরে ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গড়ে প্রতিটি এলাকায় একদিনের ব্যবধানে এক ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমেছে। এতে  শেষ কার্তিকে অগ্রহায়নের আগমনে উত্তরাঞ্চলের শীত ও ঘন কুয়াশা জানান দিচ্ছে।

এদিকে ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুরে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটেছে। 

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করতে পারেনি।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, আজ ভোর থেকে এই এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা থাকলেও সেখানে মাত্র ৫০ মিটার ভিজিবিলিটি ছিল। ফলে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া মোবাইল ফোনে জানান, সকালের ফ্লাইট বাতিল করা হয়নি। তবে শিডিউল বিপর্যয় ঘটেছে। সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ও এয়ার অ্যাস্টার একটি ফাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও সেগুলো নামতে পারেনি। বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!