ঢাকা : গুমের ঘটনাগুলোর তদন্ত আর বিচারে বর্তমান সরকারের ‘সাহস’ আর আন্তরিকতার কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ‘গুমের’ শিকার ব্যক্তিদের স্বজনদের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের সাথে থাকব। এটা ম্যাটার করে না আমরা কোন পজিশনে আছি। আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, শুধু এটুকু দাবি করব।
আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে। কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নাই। আমরা এটার শেষ দেখে ছাড়ব।
‘এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিরেন্স’ (এএফএডি) এর অষ্টম কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছিলেন আইন উপদেষ্টা। সেখানে আওয়ামী লীগ সরকারের সময়ে নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
খুন করার চেয়েও কাউকে গুম করাকে আরও জঘন্য অপরাধ বলে মনে করেন আসিফ নজরুল। বলেন, একটা মানুষ যখন মারা যায়, আপনি জানেন তার ডেডবডি আছে। আর, এটা কী দুঃসহ ব্যথা! আপনি জানেন না বেঁচে আছে নাকি মরে গেছে।
অনুষ্ঠানে আইন উপদেষ্টার কাছে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের দাবি জানান তাদের স্বজনেরা। এ ব্যাপারে আগের সরকার আশ্বাস দিলেও কোনো লাভ হয়নি বলে জানান তারা।
পরে আসিফ নজরুল বলেন, “এই সরকার (অন্তর্বর্তী) সব সরকারের মত না। আমরা সবাই আমাদের পেশায় প্রতিষ্ঠিত। আমাদের জীবনের একমাত্র সম্পত্তি হচ্ছে ‘সুনাম’। ফলে কোনোভাবেই আগের সরকারের পদক্ষেপের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না।
আমাদের অঙ্গীকার অবশ্যই আগের চেয়ে বেশি। ‘গুম’ হওয়া ব্যক্তিদের জন্য কোনো সরকার কমিশন গঠন করেনি, আমরা করেছি।
তিনি বলেন, “আপনারা ছবি নিয়ে দাঁড়িয়েছেন, আমিও তো মানুষ। আমারও তো সন্তান আছে। আমার বাচ্চাটা যদি গুম থাকে, আমার কী হবে? আমি যদি গুম হই, আমার স্ত্রীর কী হবে? আমি যদি গুম হই, আমার মায়ের কী অবস্থা হবে? এগুলো চিন্তা করলে মনে হয় যে, যারা এসব গুমের নির্দেশ দেয়, যারা গুম করে, আমার মনে হয় যে তাদের পরিবারগুলোতে আমরা এসব পরিবারের সামনে নিয়ে আসি।
আমি অনুরোধ করব, যদি কারও বিরুদ্ধে গুমের অভিযোগ প্রমাণ হয়, ‘এসব বদমাইশের’ পরিবারকে এখানে নিয়ে আসি। তারা নিজের চোখে দেখুক, তাদের পিতা, তাদের সন্তান, তাদের ভাইয়েরা কী করেছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বক্তব্য দেন।
এমটিআই