• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, পুনরায় ৪৬ এর ফল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৮, ২০২৪, ০৮:২৯ পিএম
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, পুনরায় ৪৬ এর ফল

ঢাকা: ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে; পরের দুই বিসিএস নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এ তিন বিসিএসের বিষয়ে সম্প্রতি এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পিএসসি, যা সোমবার বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হয়। 

মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত ৪৪তম বিসিএস-২০২১-এর আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিগগির মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।

এদিকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পিএসসি সূত্রে আরও জানা যায়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হবে।

এআর

Wordbridge School
Link copied!