• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ঢাকা ও কুমিল্লায় নতুন পুলিশ সুপার


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ১৯, ২০২৪, ০৮:০০ পিএম
ঢাকা ও কুমিল্লায় নতুন পুলিশ সুপার

ঢাকা: ঢাকা ও কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদে দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন উপসচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানকে ঢাকার পুলিশ সুপার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে কুমিল্লার পুলিশ সুপার করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে সুপারনিউমারারি পদোন্নতি) মো. মনিরুজ্জামানকে একই সংস্থায় পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আইএ

Wordbridge School
Link copied!