• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০২৪, ০৯:২৫ পিএম
বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধান উপদেষ্টা

ঢাকা: অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগামীকাল বুধবার (২০ নভেম্বর) প্রথম অফিস করবেন। বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের সংরক্ষিত এলাকায় উপদেষ্টা পরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধান উপদেষ্টার সচিবালয়ে আগমন উপলক্ষ্যে কড়া নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রত্যেক মন্ত্রণালয় বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিব, উপদেষ্টাদের একান্ত সচিব এবং বিশেষ সহকারীদের একান্ত সচিবকে চিঠি দেওয়া হয়েছে।


  
জননিরাপত্তা বিভাগের চিঠিতে বলা হয়েছে- প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে বুধবার সকাল সাড়ে ৯টার মধ্যে আবশ্যিকভাবে পরিচয়পত্রসহ সচিবালয়ে প্রবেশ করতে হবে। প্রধান উপদেষ্টা সচিবালয়ে অবস্থানকালীন কোন প্রবেশ পাশ ইস্যু করা যাবে না। একইসঙ্গে প্রয়োজনীয় সামগ্রী বহন সীমিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং তখন থেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অফিস করছিলেন। 

শেখ হাসিনার দেশত্যাগের দিন গণভবনসহ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুর হয়। এতে স্থাপনাগুলো কাজের অনুপযোগী হয়ে পড়ে।

এসএস

Wordbridge School
Link copied!