• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

রাজউকের প্রধান প্রকৌশলী হলেন মো. নুরুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ২০, ২০২৪, ০২:৫৭ পিএম
রাজউকের প্রধান প্রকৌশলী হলেন মো. নুরুল ইসলাম

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হলেন মো. নুরুল ইসলাম। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজউকের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। তাকে প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) এর দপ্তরে পদায়ন করা হয়েছে। 

প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, চলতি দায়িত্বের জন্য তিনি কোনো আর্থিক সুবিধা পাবেন না;

দায়িত্বে নিয়োজিত থাকার সময় তার কার্যক্রম সন্তোষজনক না হলে আদেশ বাতিল করা হবে;

তিনি পদোন্নতির ক্ষেত্রে অগ্রাধিকার দাবি করতে পারবেন না;

পদের পাশে অবশ্যই চলতি দায়িত্ব শব্দদ্বয় ব্যবহার করতে হবে;

এ আদেশ পত্র জারির তারিখ হতে ৬ মাসের জন্য প্রযোজ্য হবে;

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। 

মো. নুরুল ইসলামের জন্ম ১৯৬৭ সালের ২০ মার্চ চাপাইনবাবগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। শিক্ষা জীবনে তিনি ১৯৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তিনি খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ১৯৮৯ সালে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। 

তিনি ১৯৯৬ সালে রাজউকের সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। এসময় তিনি পূর্বচলসহ প্রতিষ্ঠানটির অন্যান্য প্রকল্পে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। 

২০১০ সালে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভের পর গুলশান-বনানী লেক উন্নয়ন প্রকল্প, মাদানী এভিনিউ প্রকল্প, গুলশান কার পার্কিং প্রকল্প, পূর্বাচল নতুন শহর প্রকল্পে দক্ষতার স্বাক্ষর রাখেন। 

২০১৬ সালে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভ করেন। এসময়কালে তিনি সুনাম ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। একই সাথে তিনি পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালকের গুরুদায়িত্ব সফলতার সাথে পালন করেন। 

চাকরিরত অবস্থায় তিনি দেশে-বিদেশে বিভিন্ন খন্ডকালীন ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ গ্রহন করেন। 

তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (IEB) আজীবন ফেলো। 

চাকরি ছাড়াও তিনি বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। ব্যক্তিগত জীবনে তিনি দুিই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। 

আইএ

Wordbridge School
Link copied!