ঢাকা : নতুন সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করতে দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচির আয়োজন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়া আরও ছয়টি অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মোস্তফা সরয়ার ফারুকী জানান, অগ্রাধিকার ভিত্তিতে রিমেম্বারিং মনসুন রেভল্যুশন, তারুণ্যের উৎসব, দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচি, ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রকল্প, বাংলা একাডেমির সৃজনশীল লেখালেখি কর্মশালা ও গবেষণা প্রকল্প, জাতীয় জাদুঘরে আধুনিক ভিডিও প্রক্ষেপণ ব্যবস্থা স্থাপন এবং শো-ক্রিয়েটর ওয়ার্কশপ কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশব্যাপী শিশু, কিশোর-কিশোরী এবং যুবক-যুবতীদের মধ্যে নতুন সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে আমরা একটি দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচি আয়োজন করতে চাই বলেও জানান তিনি।
এমটিআই