Menu
ঢাকা : রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও সংশ্লিষ্টদের দাবি দাওয়া শুনলেও কোনো সমাধান দেননি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটো ভ্যান ও ইজিবাইক চালক ও ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অটোরিকশা চলাচলের আমি এখনই কোনো কথা বলতে পারবো না। কারণ এই বিষয় উচ্চ আদালতের রায় দিবেন। আজ বিকেলে চেম্বার আদালতে রায় দেওয়ার কথা রয়েছে। আদালতের সিদ্ধান্ত না আসলে আমি কোনো কথা বলতে পারবো না। আপনারা বিকেল পর্যন্ত অপেক্ষা করেন। এরপর আমরা আবারও আলোচনায় বসবো।
অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালক ও ইউনিয়নের নেতাদের উদ্দেশ্য কমিশনার বলেন, আপনারা একটা লিয়াজো কমিটি করেন। তাদের মাধ্যমে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আবারও বসবো।
এ দিকে রিকশাচালক ও সংগঠনের নেতারা চাঁদাবাজি, কার্ড বাণিজ্য ও হয়রানি বন্ধের দাবি জানান। দাবির প্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, আদালতের রায়ের পরে এই বিষয় বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT