• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
উপদেষ্টা আসিফ মাহমুদ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না


রংপুর প্রতিনিধি নভেম্বর ২৬, ২০২৪, ০৪:৫৫ পিএম
দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না

রংপুর: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে এখনও একটি মহল সক্রিয়।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা কলেজ মাঠে এক মতবিনিময় সভা এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

এসময় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি বলেন, বাজেটসহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জসহ দুই একটি জেলার উন্নয়ন করা হয়েছে। বাকি জেলাগুলোর সঙ্গে বৈষম্য করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোনো বৈষম্যের শিকার হবে না।

ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ২৪ এর আকাঙ্ক্ষাকে যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে।

এর আগে, শহীদ পরিবারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে প্রায় ৬০০ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

এসএস

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!