• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০
স্বরাষ্ট্র উপ‌দেষ্টা

পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমা‌দের সম্প‌র্কে ‌মিথ্যা প্রচার ক‌রছে


পীরগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি ডিসেম্বর ২, ২০২৪, ০২:৪৭ পিএম
পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমা‌দের সম্প‌র্কে ‌মিথ্যা প্রচার ক‌রছে

রংপুর : পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমা‌দের সম্প‌র্কে ‌মিথ‌্যা প্রচার ক‌রছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট উপ‌দেষ্টা লেফ‌টেন‌্যান্ট জেনা‌রেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২ ডিসেম্বর) রংপুরে এক সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট উপ‌দেষ্টা বলেন, ‘এখানে (বাংলাদেশে) কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শবর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে।’

তিনি বলেন, ‘তারা মিথ্যা প্রচার করছে, আপনারা সত‌্য প্রচার ক‌রে মিথ‌্যাটা‌কে বন্ধ ক‌রে দি‌তে পা‌রেন। সাংবা‌দিক‌দের‌কে অনু‌রোধ করব আপনারা সত‌্য প্রচার ক‌রলে তা‌দের মু‌খে চুনকা‌লি পড়‌বে।’

লেফ‌টেন‌্যান্ট জেনা‌রেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ব‌লেন, যারা মথ‌্যা মামলা দি‌চ্ছে তা‌দেরও আইনের আওতায় আনা হ‌বে। মিথ‌্যা মামলায়‌ যেন কেউ শা‌স্তি না পায় এ ব‌্যবস্থা আমরা নি‌চ্ছি। আমরা এ ব‌্যাপা‌রে এক‌টি ক‌মি‌টিও ক‌রে দি‌য়ে‌ছি। এ ছাড়াও দোষী‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

তি‌নি দেশবাসীর প্রতি আহবান রে‌খে ব‌লেন, সবাই ধর্য‌্য ধারণ করুন এবং দে‌শের উন্ন‌তির জন‌্য আমা‌দের সবাইকে এক সা‌থে কাজ কর‌তে হ‌বে।

এর আগে বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে পু‌লি‌শের গু‌লি‌তে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেন স্বরাষ্ট উপ‌দেষ্টা লেফ‌টেন‌্যান্ট জেনা‌রেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তি‌নি সকা‌লে উপ‌জেলার মদনখা‌লি ইউনিয়‌নের বাবনপুর গ্রা‌মে এসে প্রথ‌মে আবু সাঈদের কবর জিয়ারত ক‌রেন। এরপর আবু সাঈদের মা-বাবা,ভাই বোনের সা‌থে কথা ব‌লেন এবং উপহার সামগ্রী দেন।

এমটিআই

Wordbridge School
Link copied!