• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

বিসিএসে আবেদন ফি ৩৫০ টাকা করা ‘হচ্ছে’, ভাইভায় নম্বর ১০০


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২, ২০২৪, ০৬:৫৩ পিএম
বিসিএসে আবেদন ফি ৩৫০ টাকা করা ‘হচ্ছে’, ভাইভায় নম্বর ১০০

ঢাকা: বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-বিপিএসসি।

সেইসঙ্গে বিসিএসের ভাইভা বা মৌখিক পরীক্ষায় ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বলে পিএসসির এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি আরো বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি প্রস্তাব করা হয়েছে ১০০ টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সোমবার এই প্রস্তাব করা হয়েছে।

মৌখিক পরীক্ষার নম্বরের ব্যাপারে তিনি বলেন, বিসিএসে মোট নম্বর ছিল ১১০০। মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করে মোট ১০০০ নম্বর নির্ধারণ করতে বলা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

মৌখিক পরীক্ষার নতুন নম্বর বণ্টন ৪৪তম বিসিএস থেকেই কার্যকর হবে বলে জানান তিনি। এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

গণআন্দোলনে সরকার পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ৪৩তম বিসিএসে নিয়োগের প্রজ্ঞাপনসহ ৪৪, ৪৫ ও ৪৬তম পরীক্ষার সব প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছিল বিএনপি।

তবে অন্তর্বর্তী সরকার ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের নিয়োগের অপেক্ষায় থাকা ২ হাজার ৬৪ জনকে ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগের গেজেট প্রকাশ করে।

আর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করে নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ৪৫তমের লিখিত পরীক্ষার খাতা পুনরায় দেখার সিদ্ধান্ত হয়েছে।

সেইসঙ্গে ৪৬ তম বিসিএস প্রিলিমিনারির ফল নতুন করে প্রকাশ করা হয়েছে, যেখানে আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ফল প্রকাশ করেছে পিএসসি।

বিসিএস পরীক্ষার আবেদনে ৭০০ টাকা হলেও ২৮ নভেম্বর বিকালে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে জারির কয়েক ঘণ্টা পর তা কমানোর ঘোষণা দেয় পিএসসি। এই বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার ও নন-ক্যাডারের ২০১টি পদে নিয়োগ দেওয়া হবে।

আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে আবেদন, চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

৪ বার বিসিএসের নিয়ম থাকছে না
সরকারি চাকরিতে নিয়োগে বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের দাবি আর আন্দোলনের মুখে গত ১৮ নভেম্বর বয়সসীমা ৩২ বছর করে সরকার। পরে ৩২ বছরের মধ্যে সর্বোচ্চ চারবার আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে আবেদনের এই বাঁধাধরা নিয়ম রাখতে চাইছে না পিএসসি। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো পিএসসির এক প্রস্তাবে ৩২ বছরের মধ্যে যতবার আবেদনের সুযোগ থাকবে ততবারই আবেদনের সুযোগ রাখার কথা বলা হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে ৩২ বছর পর্যন্ত ইচ্ছামত বিসিএস পরীক্ষা দিতে পারবেন চাকরিপ্রত্যাশীরা।

এআর

Wordbridge School
Link copied!