ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করল সরকার। মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ এর উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
এতে উল্লেখ করা হয়েছে, ইসি সচিব শফিউল আজিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে পদায়ন করা হলো৷ অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।
গত ২১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনের সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার।
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপন থেকে জানা গেছে, ইসির এনআইডি শাখার মহাপরিচালক (ডিজি) পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) এএসএম হুমায়ুন কবীরকে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ৬ নভেম্বর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত করে জন প্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করেছে সরকার। তখন থেকে পদটি ফাঁকা ছিল।
এর আগে চলতি বছরের পহেলা এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদারকে এনআইডি ডিজি হিসেবে প্রেষণে নিয়োগ দেয় সরকার।
আইএ