• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’


চাঁদপুর প্রতিনিধি ডিসেম্বর ৩, ২০২৪, ০৬:৫৩ পিএম
‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’

চাঁদপুর : পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনো দিন ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরে নির্মিতব্য আধুনিক নৌ বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এম সাখাওয়াত হোসেন ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমরা প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই। কিন্তু উনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন, তাহলে বাংলাদেশের মানুষ আর কোনদিন ওই দেশমুখী হবে না। বাংলাদেশকে এভাবে হেনস্থা করতে থাকলে মনে রাখবেন এটা ১৮ কোটি মানুষের দেশ, আপনাদের আশপাশে থাকা ছোটখাটো দেশ নয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার রাকিব রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমটিআই

Wordbridge School
Link copied!