Menu
ঢাকা: জুলাই-আগস্টের আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের বাবাকে আর্মি হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, শহীদ আবু সাঈদের বাবা জ্বর এবং পেটের পীড়া নিয়ে গত ৭ ডিসেম্বর রংপুর সিএমএইচে ভর্তি হন। পরে গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তর করা হয়।
সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য শহীদ আবু সাঈদের বাবাকে মঙ্গলবার দিবাগত রাতেই আর্মি হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।
এম
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT