• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

বিজিবির নাম পুনরায় বিডিআর করার দাবি


নিজস্ব প্রতিবেদক:  ডিসেম্বর ১৩, ২০২৪, ০২:২৬ পিএম
বিজিবির নাম পুনরায় বিডিআর করার দাবি

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাম পুনরায় বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর) করাসহ ৮ দফা দাবি জানিয়েছেন কারা নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি করেন।

বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় সংবাদ সম্মেলনে লিখিত দাবিগুলো তুলে ধরেন বিডিআর সন্তান মো. আব্দুল্লাহ আল মামুন।

দাবিগুলো হলো-

১. স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও প্রহসনমূলক সব রায় বাতিল করতে হবে।

২. ১৬ বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ সব বিডিআর সদস্যদের নিঃশর্ত কারামুক্তি দিতে হবে।

৩. হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত শুরু করতে হবে।

৪. নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটন করে দোষীদের শাস্তি প্রদান করতে হবে।

৫. সব বিডিআর সদস্যদের (আনুমানিক ১৮ হাজার ৫২০ জন) চাকরিতে পুনর্বহাল করতে হবে।

৬. সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ (বেতন, ভাতা ও পেনশন) পুনর্বাসন করতে হবে।

৭. ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলস্ নাম পুনঃস্থাপন করতে হবে।

৮. ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে সর্বপ্রথম যন্ত্রণাময় ১৬ বছর যাবৎ কারাভোগ করা নিরীহ সব বিডিআরকে কারামুক্তি করা হোক এবং স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে মূল পরিকল্পনাকারী ও ঘাতকদের খুঁজে বের করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

আইএ

Wordbridge School
Link copied!