• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১
বিজয় দিবস 

বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর অফিসারদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৬, ২০২৪, ০৯:১৭ পিএম
বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর অফিসারদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের অফিসারদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই তথ্য নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

তারা জানায়, এ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে চিফ অব স্টাফ, ১০১ এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দলের সদস্য হিসেবে তিনজন স্টাফ অফিসার ও একজন অধিনায়ক পর্যায়ের বিজিবি অফিসার যোগ দেন। 

একইভাবে ভারতীয় সেনাবাহিনীর তিনজন অফিসার ও অধিনায়ক পর্যায়ের বিএসএফ অফিসাররা উপস্থিত ছিলেন। উভয় দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা উপহার বিনিময় করেন।

আইএসপিআর জানিয়েছে, বিজয় দিবস ও পয়লা বৈশাখের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে উভয় দেশের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। এরই ধারাবাহিকতায় আজ ১৮ মিনিটের এই সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এআর

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!