• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
জাহানাবাদ এক্সপ্রেস

সাড়ে চার ঘণ্টায় খুলনা থেকে ঢাকা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৪, ২০২৪, ১১:৪০ এএম
সাড়ে চার ঘণ্টায় খুলনা থেকে ঢাকা

ঢাকা: খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার এসে পৌঁছেছে ঢাকা-খুলনা-ঢাকা রুটের নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’।  মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় (অর্থাৎ সাড়ে চার ঘণ্টায়) এই ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনে এসে থামে। এর আগে সকাল ৬টায় ৫৫৩ জন যাত্রী নিয়ে খুলনা থেকে ট্রেনটি ছাড়ে।

এদিকে সকাল ১০টায় ঢাকা রেলওয়ে স্টেশনে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘রেল চালু হয়েছে, এটি বড় বিষয় না। এটি যেন সময় ঠিক রেখে চলতে পারে এবং নিয়মিত পরিচর্যা হয় সেদিক খেয়াল রাখতে হবে।’

ঢাকা থেকে খুলনা পর্যন্ত ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে- শোভন চেয়ার ৪৪৫ টাকা, স্নিগ্ধা (এসি চেয়ার) ৮৫১ টাকা ও এসি সিট ১০১৮ টাকা। 

নতুন ট্রেনে করে ঢাকায় আসা যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। নতুন এই রুটে ২১২ কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে সময়, কমেছে ভাড়াও।

এম

Wordbridge School
Link copied!