• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

সারা দেশে ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ ব্যাহত হবে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩১, ২০২৪, ০৪:১৩ পিএম
সারা দেশে ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ ব্যাহত হবে

ঢাকা : বছরের প্রথম দিন থেকে একটানা ৭২ ঘণ্টা সারা দেশে গ্যাস সরবরাহ হ্রাস পাবে।

মঙ্গলবার পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামীকাল ১ জানুয়ারি বুধবার সকাল ৯টা থেকে ৪ জানুয়ারি শনিবার সকাল ৯টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীস্থ এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে মোট ৭২ ঘণ্টা আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়কালে অপর এফএসআরইউ (এমএলএনজি) দিয়ে দৈনিক প্রায় ৫৭০-৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এর ফলে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫০-১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাবে।

এছাড়াও অন্যান্য খাতে প্রায় দৈনিক প্রায় ৫০-৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনও কোনও এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

এমটিআই

Wordbridge School
Link copied!