ঢাকা: বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির মাসিক সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ, মহাসচিব মো. তাহিয়াত হোসেন।
অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন- জাতীয় ক্রীড়াবিদ শেখ মোহাম্মদ আলম, গবেষক ও সাংবাদিক নাছির উদ্দিন জুয়েল এবং আইটি বিশেষজ্ঞ মিরাজুল ইসলাম।
সভায় বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র, মাদক নির্মূলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সমিতির সদস্যবৃন্দ।
এছাড়া সমিতির মাসিক সভায় বেশ কযেকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এগুলো হলো-টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও ড্রেস প্রদান;
দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান;
বৈষম্যবিরোধী আন্দোলনে টংগিবাড়ীর একজন আহত শিক্ষার্থীকে লেখাপড়ার জন্য বছরে ১২ হাজার টাকা প্রদান এবং মোল্লা বাজার ব্রিজের অগ্রগতির বিষয়ে সহযোগিতা প্রদান করা।
সভাপতি মোহাম্মদ ইউনুছ তার বক্তব্যে বলেন, নাড়ির টানে বিক্রমপুরের মানুষ আমরা একত্রিত হয়েছি। সংগঠনে কম বেশি সকলের আর্থিক আবদান রাখতে হবে যাতে সকলেই মানসিক আত্মতৃপ্তি পেতে পারি।
তিনি বলেন, আমার রাজনৈতিক কোনো উচ্চ বিলাস নেই। আমাদের সংগঠন রাজনীতি মুক্ত। এলাকাবাসীর জন্য আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এসময় বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির প্রয়াত মহাসচিব শামসুদ্দোহার স্মরণে তার কার্যকলাপ নিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ ইউনুছ এবং সমিতির সদস্য সাখাওয়াত হোসেন আশিকের হাত ধোয়া কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থন দেন।
এছাড়া ইঞ্জিনিয়ার শরিফ উল আলমকে সমিতির অর্থ সম্পাদক পদে দ্বায়িত্ব প্রদান করেন।
সভায় সমিতির কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সাখাওয়াত হোসেন আশিক, মো. মনির হোসেন, শামসুদ্দিন আহমেদ সুমন, আনোয়ার সাদাত, ইঞ্জিনিয়ার শরিফ উল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
নতুন সদস্য হয়েছেন-শাহিনুর রহমান, প্রধান শিক্ষক-কাঠাদিয়া আদর্শ বিদ্যালয়; কামাল হোসেন, সার্ভেয়ার; নুরে আলম সিদ্দিকী লালন; মোহাম্মদ খোরশেদ আলম শেখ, প্রধান শিক্ষক-বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয়; শিক্ষক আব্দুল ওহাব শেখ; শামীম মোল্লা, ব্যবসায়ী; নূরে আলম সিদ্দিকী, আইনজীবী; হিরা শিকদার, সরকারী চাকরিজীবী।
আইএ