• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

বুশরা বিবির জামিন আবেদন খারিজ


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৩, ২০২৫, ০৯:১৫ পিএম
বুশরা বিবির জামিন আবেদন খারিজ

ঢাকা : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২৬ নভেম্বর প্রতিবাদ বিক্ষোভে সহিংসতার মামলায় সোমবার (১৩ জানুয়ারি) তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ আফজাল মাজোকা বুশরা বিবির জামিন আবেদনের শুনানি করেন। আদালতে বুশরা বিবির পক্ষে শুনানি করেন আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী। তিনি আদালতে বুশরা বিবিকে মামলা থেকে অব্যাহতির আবেদন দাখিল করেন।

এ সময় প্রসিকিউটর ইকবাল কাকার জামিন বন্ড জমা না দেওয়ার বিষয়টি তুলে ধরে আবেদনের বিরোধিতা করেন। তিনি বলেন, আপনি আদালতের নির্দেশ পালন করেননি।

গত ২৬ নভেম্বর বিক্ষোভের ঘটনায় দায়ের করা তিনটি মামলার আসামি বুশরা বিবি। তারনোল থানায় দুটি এবং রমনা থানায় একটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে।

এমটিআই

Wordbridge School
Link copied!