Menu
ঢাকা: সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। এগুলো তারা ব্যবহারও করতে পারবে।
সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা হয়।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ফসল কাটা নিয়ে দুই দেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে বাকবিতণ্ডা বাঁধে। এক পর্যায়ে বিএসএফ বাংলাদেশ সীমান্তের দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি তখন পাল্টা এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারেনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে জানেন বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারেনি বা কেন টিয়ার শেল মারেনি। এগুলো তো বিজিবির কাছে নেই। বিজিবির কাছে সব লেথাল (প্রাণঘাতী) অস্ত্র। এজন্য আমরা তাদের অনুমতি দিয়ে দিয়েছি, এই জিনিসগুলো (সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল) ক্রয় করা হবে।
এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ক্রয় করার অনুমতি দিয়েছি, ক্রয় করলে কি ব্যবহার করবে না?
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাণঘাতী অস্ত্র তো প্রয়োজন হলে ব্যবহার করতে পারবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে কোন সময় কোনটা ব্যবহার করতে হবে। সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল। বড় ধরনের কোনো সমস্যা নেই।
সংশ্লিষ্ট আরেক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতের কাছে সাউন্ড গ্রেনেড আছে। ভারতের এটা খারাপভাবে নেওয়ার কোনো সুযোগই নেই।
তিনি বলেন, আগামী মাসে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে একটা কনফারেন্স আছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। তারা জানাবে, যে বিষয়গুলোতে যে চুক্তিগুলিতে অসঙ্গতি আছে, এগুলো দেখতে হবে।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT