Menu
ঢাকা : মানি লন্ডারিংয়ের অভিযোগে হলমার্কের বিরুদ্ধে সাত বছর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমারকে (এস কে সুর) গ্রেপ্তার দেখিয়েছন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র।
এর আগে, এদিন সকালে কারাগার থেকে এস কে সুরকে আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক ছায়েদুর রহমান তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, হল মার্ক কেলেঙ্কারি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় জালিয়াতি। রাষ্ট্রয়াত্ত্ব সোনালী ব্যাংক থেকে এই ঋণ কেলেঙ্কারির সময় সিতাংশু কুমার সুর চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে কর্মরত ছিলেন।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT