Menu
ঢাকা: ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অর্ধশত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।এ ছাড়া শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫১ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৩৩টি ব্যাংক হিসাবে মোট ২০৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৪২৩ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
দুদকের মহাপরিচালক বলেন, সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে বিপুল অর্থ উপার্জন করেছেন।
অন্যদিকে শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে ২ কোটি ২০ লাখ ৬১ হাজার টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT