• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

বিজিবি-বিএসএফ বৈঠকে যেসব বিষয় তুলে ধরবে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৯, ২০২৫, ০২:০২ পিএম
বিজিবি-বিএসএফ বৈঠকে যেসব বিষয় তুলে ধরবে বাংলাদেশ

ঢাকা : আগামী ১৭-২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক সামনে রেখে দুদেশের সীমান্ত বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক ভারত-বাংলাদেশ সম্পর্কে আস্থা ফিরিয়ে আনার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে হত্যা বন্ধ করা, বর্ডার লাইনের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া বা কোনো নির্মাণকাজ নিয়ম মেনে করা, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ না করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে। এ ছাড়া অভিন্ন নদীর পানি প্রত্যাহার, ভারত থেকে বাংলাদেশের ফেনী অঞ্চলে আসা বর্জ্য ব্যবস্থাপনা বন্ধের প্রস্তাব দেওয়া হবে।’

এমটিআই

Wordbridge School
Link copied!