Menu
ঢাকা: ‘জুলাই বিপ্লবে’ আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে তাদের পাঠানো হয়।
এই ৬ জনের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজন ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সিএমএইচ থেকে যে তিনজনকে পাঠানো হয়েছে তারা হলেন - মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩) এবং রাজিব (৩৬)। মিজানুর রহমান ও হাফিজুর রহমান হাবিব ভর্তি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
এর আগে উন্নত চিকিৎসার জন্য মোট ২২ জনকে বিদেশে পাঠানো হয়। এনিয়ে অভ্যুত্থানে আহত ২৮ জনকে বিদেশে পাঠানো হলো।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT