Menu
ঢাকা : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ইজতেমা চলাকালে মুসল্লিদের চলাচল সহজ করতে মেট্রোরেল ৬টি বিশেষ ট্রিপ দেবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দেওয়া এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লি ও সম্মানিত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলের পক্ষ থেকে ইজতেমা চলাকালীন অতিরিক্ত ছয়টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা প্রদান করা হচ্ছে। সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীদের মেট্রোরেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এদিকে শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে রবিবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT