• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন, নৌকা অপসারণ


নিজস্ব প্রতিবেদক:  ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৩:১৩ পিএম
কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন, নৌকা অপসারণ

ঢাকা: কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নতুন এ লোগোর মাঝে নৌকার প্রতীক সরিয়ে চাবির প্রতীক দেওয়া হয়েছে।

কারা অধিদপ্তর জানায়, অতি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছে।

জানা গেছে, আগের লোগোর মাঝখানে নৌকার চিহ্ন থাকায় এটি নিয়ে অনেকেরই আপত্তি ছিল। এজন্য পরিবর্তন আনা হলো লোগোতে।

আইএ

Wordbridge School
Link copied!