• ঢাকা
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩০

সাবেক এমপি নাজমীন সুলতানা আটক


নিজস্ব প্রতিবেদক:  ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৬:১৯ পিএম
সাবেক এমপি নাজমীন সুলতানা আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। শনিবার (১ জানুয়ারি) রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬-এর এমপি ছিলেন। এছাড়াও কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর সহধর্মিনী। 

নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এমপি থাকাকালে তার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রকল্প বিক্রির অসংখ্য অভিযোগ উঠে। তাকে কি কারণে আটক করা হয়েছে, পুলিশ তাৎক্ষণিকভাবে তা জানাননি।

এ ব্যাপারে ওসি হাবিবুল্লাহ স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘তাকে আটক করে থানায় নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার দেখানো হবে।’

আইএ

Wordbridge School
Link copied!