• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকারি চাকরিজীবী ঐক্যপরিষদের দাবি দ্রুত সময়ে সমাধানের আশ্বাস


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৪:২৩ পিএম
সরকারি চাকরিজীবী ঐক্যপরিষদের দাবি দ্রুত সময়ে সমাধানের আশ্বাস

ঢাকা: ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ তাদের এ আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের শাব্বীর আহমদ বলেন, আপনাদের অনেক দুঃখকষ্ট আছে। সেগুলো আমি দেখেছি। সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুত সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো।

আশ্বাসে ঐক্য পরিষদ আপাতত সন্তুষ্ট জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম  বলেন, ২০১৫ সালে সর্বশেষ পে স্কেল দিয়েছিল। প্রতি চার বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি হয়নি। মাঝখানে দুটি পে স্কেল বকেয়া হয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের জীবন-যাপন করতে অনেকের কষ্ট হচ্ছে। অনেকেই ঋণগ্রস্ত হয়ে গেছে। এসব বিষয় প্রধান প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম।

তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার এপিএস আমাদের দাবি দাওয়ার কথা শুনেছেন এবং দ্রুত সময়ের মধ্যে তা সমাধানের বিষয়ে আশ্বাস দিয়েছেন। আপাতত তার আশ্বাসে বিশ্বাস রাখতে চাই। আমরা তার কথা ও কাজের মধ্যে মিল পেতে কিছু দিন অপেক্ষা করবো।

ইউআর
 

Wordbridge School
Link copied!