• ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০
অপারেশন ডেভিল হান্ট

২৪ ঘন্টায় আটক আরও ৪৭৭


নিজস্ব প্রতিবেদক:  ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৭:৩৫ পিএম
২৪ ঘন্টায় আটক আরও ৪৭৭

ঢাকা: অপারেশন ডেভিল হান্ডে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে আটক করা হয়েছে ৮৭০ জনকে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে গতকাল রাত থেকে আজ পর্যন্ত ১ হাজার ৩৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৪৭৭ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার ৮৭০ জন।

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, চাকু তিনটি, দুটি রমদা এবং তিনটি হেমার উদ্ধার করা হয়েছে।

ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বোঝানো হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।

আইএ

Wordbridge School
Link copied!