Menu
ঢাকা : একুশে বইমেলা, ভালোবাসা দিবসে ফুলের দোকানসহ দেশে গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় ‘তৌহিদী জনতা’র নামে দল বেঁধে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ জানতে চাইলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে ওগুলো আপনাদেরও দেখতে হবে।
দলবদ্ধ বিশৃঙ্খলা বা মবের বিষয়ে সবাইকে মতর্ক থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের দেশকে ভালবাসতে হবে দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের লাভকে দেখতে হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
ওই সময়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল সরকার ‘ডেভিল হান্ট অপারেশন’ চালালেও ‘তৌহিদী জনতা’ নামের মব কেন নিয়ন্ত্রণ করতে পারছে না?
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সব জনতাকেই নিয়ন্ত্রণ করতে পারছি। শুধু এক ধরনের না বিভিন্ন রকমের জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করছে। সব জনতাকেই নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের।
তসলিমা নাসরিনের বই রাখায় বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী প্রকাশনা’র স্টলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় গত ১০ ফেব্রুয়ারি। ওইদিন ‘তৌহিদী জনতা’র নামে একদল লোক স্টলটিতে গিয়ে প্রকাশককে ঘিরে ধরে স্লোগান দিতে থাকলে পিরিস্থিতি সামাল দিতে পুলিশ সব্যসাচীর প্রকাশক শতাব্দী ভবকে বইমেলায় তাদের নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়। পরে পুলিশের নিয়ন্ত্রণকক্ষও ঘিরে রাখে উত্তেজিত জনতা।
এছাড়া বসন্ত ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দোকানে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ভাঙচুরের অভিযোগ ওঠে।এরপর পরিস্থিতি বিবেচনায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘুড়ি উৎসব বন্ধ করে দেন আয়োজকরা।
আমরা দুর্নীতি করলে প্রকাশ করে দেন : উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ভাষ্য, দুর্নীতি দূর হলেই দেশের উন্নতি হবে।
দায়িত্ব নেওয়ার পর যদি অন্তর্বর্তী সরকার কোনো ধরনের দুর্নীতি করে থাকে, তাহলে সেই তথ্য প্রকাশ করে দিতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন তিনি।
উপদেষ্টা বলেন, দুর্নীতি সব জায়গায় গ্রাস করে নিয়েছে। দুর্নীতি কীভাবে কমানো যায় সেটা দেখতে হবে। দুর্নীতি কামানো গেলে সব সেক্টরে উন্নতি হবে। যদি আমরা দুর্নীতি করি তাহলে প্রকাশ করে দেন।
গেল ছয় মাসে দেশে দুর্নীতি ‘অনেক কমেছে’ মন্তব্য করে তিনি বলেন, তারপরও এটা সহনীয় পর্যায়ে আসেনি আরো দুর্নীতি কমাতে হবে।
বাংলাদেশে আরাকান আর্মির অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের যে বেল্টটা আছে, এই বেল্টটা এখন আরাকান আর্মির দখলে। এই এলাকাটি মিয়ানমার সরকারের কোনো দখলে নেই।
এজন্য কোস্টগার্ড- বিজিবি কাজ করতে গিয়ে অনেক সমস্যা হলেও ‘সফলতার সাথে’ তারা দায়িত্ব পালন করছে বলে দাবি করেন তিনি।
উপদেষ্টা বলেন, পুরো বর্ডার এলাকা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে কোন সমস্যা নেই।
পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ার সিদ্ধান্তের পর রোহিঙ্গাদের সহজে পাসপোর্ট পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া আমাদের অনেক আগের চিন্তাভাবনা। এটা জনগণের একটা ভোগান্তি থেকে রক্ষা করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না যাদের জাতীয় পরিচয়পত্র আছে। ন্যাশনাল আইডিই যেন রোহিঙ্গারা না পায় এজন্য ব্যবস্থা নেওয়া হবে।
এরই মধ্যে অনেক রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র পেয়েছে তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা পেয়েছে তাদের ক্ষেত্রে আবার রিভিজিট করা হবে। যদি কেউ এরকম পেয়ে থাকে। আছে কিনা এটা সংখ্যা তো আমরা জানি না।
স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কী না।
জবাবে তিনি বলেন, আমরা যতজন অফিসারকে আইনের আওতায় এনেছি, কোন সময় এই ৫৩ বছরে এত পুলিশ কর্মচারীকে আইনের আওতায় আনা হয়েছে?
কোনো তথ্য পাওয়ামাত্র ‘অ্যাকশনে যাওয়া হচ্ছে’ মন্তব্য করে তিনি বলেন, অনেক সময় তদন্ত করতে গিয়ে সময় লাগে। এই তদন্ত করতে গিয়ে অনেক সময় সত্যতা পাওয়া যায় অনেক সময় মোটিভেটেড খবরও পাওয়া যায়।
স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT