• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ৩১ মার্চ পর্যন্ত


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৯:৪১ এএম
পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ৩১ মার্চ পর্যন্ত

ঢাকা: শ্রম, গণমাধ্যম, স্বাস্থ্য, নারী ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মেয়াদ বাড়ানোর এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত সময় দেয়া হলো।

এর আগে, গত ১৮ নভেম্বর এ পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেয়া হয়েছিল। সেই মেয়াদ গতকাল ১৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে।

এম

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!