• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

বর্তমান তালিকায় ১৬ লাখ মৃত ভোটার আছে: সিইসি


কক্সবাজার প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৩:৫২ পিএম
বর্তমান তালিকায় ১৬ লাখ মৃত ভোটার আছে: সিইসি

কক্সবাজার : প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, রাজনৈতিক দলগুলোর এ বিতর্কে আমরা (নির্বাচন কমিশন ) যেতে চাই না। আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। এখনকার তালিকায় ১৬ লাখ মৃত ভোটার আছে। তাদের বাদ দিতে হবে।

রোরবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে 'কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে' অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সবার সম্পৃক্ততা, সবার সহযোগিতা প্রয়োজন।

বর্তমান প্রশাসনে যারা আছে তারা ৯১, ৯৬ ও ২০০১ এর নির্বাচন করেছেন জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ দেবে না, কোন অন্যায় সিদ্ধান্ত দেবে না।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, অন্তর্বর্তী সরকার দুইটি ডেটলাইন দিয়েছে, ডিসেম্বরের মধ্যে বা বড় রিফর্ম হলে জুনের মধ্যে নির্বাচন হবে। এতে মৃত ভোটার, নতুন ভোটারের সংখ্যা বাড়বে। আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সকল অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা।  

এমটিআই

Wordbridge School
Link copied!