• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

রমজানে অফিস সময় ৯টা থেকে ৩.৩০


নিজস্ব প্রতিবেদক:  ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০২:৪৩ পিএম
রমজানে অফিস সময় ৯টা থেকে ৩.৩০

ঢাকা: পবিত্র রমজান মাসে সরকারি অফিসের সময় নির্ধারণ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি আধাসরকারি ও স্বায়িত্তশাসিত অফিস সমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। 

এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আইএ  

Wordbridge School
Link copied!